কিভাবে আপনার টাকা ডিল্যান্সার থেকে তুলবেন

ডিল্যান্সার  ওয়েবসাইট থেকে কিভাবে টাকা তুলতে হয় এসম্পর্কে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবো। আপনি যদি  dealancer থেকে টাকা তোলার নিয়ম না জানেন তাহলে  আপনি সঠিক যায়গাতে এসেছেন।আমি সম্পন্ন পদ্ধতি নিচে আলোচনা করলাম।

কিভাবে ডিল্যান্সার থেকে টাকা তুলবেন?

ডিল্যান্সার  থেকে টাকা তোলার জন্য আপনার একাউন্টটি লগিং করুন। তারপর আপনার প্রফাইল পিকচারের দিকে মাউস নিয়ে যান তাহলে পেমেন্ট নামে একটি মেনু দেখতে পাবেন এখানে ক্লিক করুন তাহলে আরো কিছু লেখা দেখতে পারবেন। withdraw money লেখাতে ক্লিক করুন । তার আগে আপনি dealancer ওয়েবসাইটে পেমেন্ট মেথড যুক্ত করুন। এবার আপনি Request Withdrawal বক্স দেখতে পাবেন। নিচের ছবিতে দেখুন।

ডিল্যান্সার

তারপর এখানে আপনি কত টাকা তুলতে চান Withdraw amount বক্সে লিখুন এবং Withdraw বাটনে ক্লিক করুন। আপনার Withdraw প্রসেসিং দেখতে পাবেন ৩ থেকে ৪ বিজনেস দিনের মধ্যেই আপনার টাকা পেয়ে যাবেন।

Previous Post
No Comment
Add Comment
comment url